আশরাফুলকে নিয়ে আশাবাদী টিম ডিরেক্টর রাজ্জাক

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দলের নতুন ব্যাটিং কনসালটেন্ট মোহাম্মদ আশরাফুলের ভূমিকা ও প্রভাব নিয়ে আশাবাদী মত প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সকালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, এত অল্প সময়ে আশরাফুলের কাজের সম্পূর্ণ মূল্যায়ন করা কঠিন হলেও তার উপস্থিতি দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। রাজ্জাক বলেন, ‘আশরাফুল খুব অভিজ্ঞ খেলোয়াড়। যেহেতু মাত্র একটা সিরিজ কাজ করেছে। এখানে অল্প সময়ের মধ্যে বলাও মুশকিল। আসলে এইগুলো ইনক্লুশন সময়। বেশ সময় পরে বোঝা যায় যে আসলে কী ইমপ্যাক্ট পড়ছে। হুট করে একটা মানুষকে নিয়ে যে কোনো মন্তব্য করে দেওয়া একটু মুশকিল।’
তিনি বলেন, ‘টেকনিকের থেকে ট্যাকটিসের ব্যাপার আসলে তো অবশ্যই আশরাফুল খাটাচ্ছে। ও বলছে, কথা বলছে। আমি দেখছি সবসময় ও ব্যাটারদের কাছাকাছি থাকে, প্র্যাকটিসে থাকে, এমনকি খেলা চলাকালেও কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে এটার ইতিবাচক প্রভাব পড়বে ইনশাআল্লাহ।’
দল পরিচালনায় নতুন সংযোজন হিসেবে আশরাফুলকে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি অভিজ্ঞ ব্যাটসম্যানদের একজন তিনি। তাই দলে তার উপস্থিতিকে তরুণদের আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন টিম ম্যানেজমেন্ট।
টি-টোয়েন্টি সিরিজের আগে দলের প্রস্তুতিতেও আশরাফুল ছিলেন সক্রিয়। ব্যাটারদের সঙ্গে আলাপ, ছোট ছোট টিপস দেওয়া, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং পরিকল্পনা শেয়ার সবকিছুতেই তার সম্পৃক্ততা নজরে এসেছে। টিম ডিরেক্টর রাজ্জাকের মতে, সময়ের সঙ্গে আরও স্পষ্টভাবে বোঝা যাবে আশরাফুলের অন্তর্ভুক্তি দলের জন্য কতটা কার্যকর হচ্ছে। তবে ইতোমধ্যেই তার প্রভাব যে ইতিবাচক, তা নিশ্চিত করেই জানিয়েছেন তিনি।