আল্লাহ বাঁচিয়ে দিয়েছে-দূর্ঘটনা থেকে ফিরে রুবেল
নন্দিত নায়ক মাসুম পারভেজ রুবেল অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও, মার্শাল আর্ট নিয়ে তিনি ব্যস্ত সময় কাটান। দেশের বিভিন্ন জায়গায় এ কারণে তাকে যেতে হয়। তেমনই এক কাজে আজ তিনি বরগুনার আমতলী যাচ্ছিলেন। সেখানে কারাতে একাডেমির আয়োজনে এক অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন এই নায়ক। শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুবেলের সঙ্গে থাকা ২ জন।
রুবেল বলেন, ‘‘আজ অল্পের জন্য বেঁচে গেছি। আমতলীতে কারাতে একাডেমির আয়োজনে এক অনুষ্ঠানে আজ আমার অংশ নেওয়ার কথা ছিল। সকালে আমরা মাইক্রোবাসে সেখানে যাচ্ছিলাম। আমাদের গাড়ি চালক একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দেখতে পান, সামনে থেকে দ্রুত গতিতে আরেকটি বাস আসছে। তখন উপায় না পেয়ে মাইক্রোবাসটি তিনি রাস্তার একপাশে নামিয়ে দেন। সেসময় একটি গাছের সঙ্গে সজোরে মাইক্রোবাসের ধাক্কা লাগে।”
তিনি আরো বলেন, ‘‘দুর্ঘটনায় গাড়ির একপাশ দুমড়ে-মুচড়ে গেছে। ভাগ্য ভালো হওয়ায় আল্লাহ এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তবে মাইক্রোবাসে থাকা সবাই কমবেশি আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা একটু বেশি খারাপ। তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’’ মাদারীপুর হাসপাতালে রুবেল নিজেও প্রথমিক চিকিৎসা নিয়েছেন জানিয়ে বলেন, ‘‘আমার খুব বেশি কিছু হয়নি। আমরা আমতলীতে যাচ্ছি।’’