আলোর পাঠশালার শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন

83

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। আজ সকালে বিদ্যালয়ের প্রথম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এ ট্যাবলেট খাওয়ানো হয়। সরকারের নির্মুল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের অংশ হিসেবে এসব ট্যাবলেট দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুর্মুসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর জানান, প্রথম দিনে ১৬৫ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। ট্যাবলেট সেবনকারীরা সকলেই পাঁচ বছরের ঊর্ধ্ব বয়সী। এজন্য গতকালই শিক্ষার্থীদের স্কুলে আসার আগে বাড়ি থেকে পেটপুরে খেয়ে আসার নির্দেশনা দেয়া হয়েছিল। আজ যেসকল শিক্ষার্থী অনুপস্থিত ছিল তাদের আগামী ২৯ জানুয়ারির মধ্যে ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম শেষ হবে।