আলোর পাঠশালায় আম উৎসব

রাজশাহীর গোদাগাড়ীতে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ এ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের গাছের আম পেড়ে প্রতিটি শিক্ষার্থীকে চারটি করে আম দেয়া হয়। আম পেয়ে সকলে উৎফুল্ল মনে বাড়ি ফিরে। এসময় উপস্থিত ছিলেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, সোনিয়া খাতুনসহ অন্য শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, বাবুডাইং আলোর পাঠশালায় কয়েকটি আম গাছ রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা গাছগুলোর যত্ন নিয়ে থাকে। এসব গাছের আম দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আম উৎসব করা হয়।