আলোচনা চলছে টাকা ও রুবলের বিনিময় নিয়ে

43

বুধবার ৩১ জানুয়ারি বাংলাদেশের সঙ্গে যেকোনো সময় টাকা-রুবল বিনিময় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে আলেকজান্ডার মন্টিটস্কি বলেছেন, জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জিতেছে। বাংলাদেশ এবং রাশিয়া নিজস্ব মুদ্রায় বাণিজ্য করার চেষ্টা চালিয়ে আসছিল বিশেষ করে রূপপুর পারমানবিক প্রকল্পের জন্য, এ বিষয়ে হালনাগাদ তথ্য আছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, এক্ষেত্রে কীভাবে বাণিজ্য করা যায় তা নিয়ে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে আলোচনা চলছে। আমরা আশা করি শিগগিরই এ সংক্রান্ত চুক্তিতে পৌঁছানো যাবে। মন্টিটস্কি বলেন, নির্বাচনসহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার নাক গলায়নি রাশিয়া। দেশটির ভূমিকা নিয়ে বিএনপির বক্তব্য সঠিক ছিল না। নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে। বাংলাদেশে যেকোনো মার্কিন নিষেধাজ্ঞাকে সমর্থন দেয় না রাশিয়া। এর ফলে বাংলাদেশও দুর্ভোগে পড়েছে বলে মন্তব্য করেন রাশিয়ার রাষ্ট্রদূত।