আলাদা মন্ত্রণালয়সহ জাতীয় আদিবাসী পরিষদের ১৬ দাবি

179

সমতলের আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয়সহ ১৬ দফা দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। বুধবার আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। পরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চের সামনে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। জেলা জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সংগঠনটির সভাপতি বিচিত্রা রানী তিরকি বলেন, সেচের পানি না পেয়ে দুজন আদিবাসী কৃষকের আত্মহত্যার জন্য দায়ীদের বিচার করতে হবে, সমতলের আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এছাড়া ভূমিদস্যুতা, আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। আদিবাসীদের বেদখল হওয়া ভুমি পুনরুদ্ধারের জোর দাবি জানান জেলা জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ। মানববন্ধনে আরো বক্তব্য দেন, জেলা জাতীয় আদিবাসী পরিষদের সদস্য সাবুর চান, শ্যামল তিরকি, উজ্জ্বল কর্মকরসহ অন্যরা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ১৬ দফা দাবি সংলিত স্মারকলিপি প্রদান করেন জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ।