আর্জেন্টিনার পর আরব আমিরাতের দায়িত্বে বাউজা

487

বিশ্বকাপ বাছাইপর্বে বাজে পারফরম্যান্সের কারণে আর্জেন্টিনার কোচের পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন এদোয়ার্দো বাউজা। তবে চাকুরি হারালেও বেশি দিন বসে থাকতে হচ্ছে না তাকে। আরব আমিরাতের জাতীয় দলের কোচিং করানোর দায়িত্ব পেয়েছেন তিনি।

বাউজার অধীনে বিশ্বকাপ বাছাইপর্বে সময়টা মোটেও ভালো যায়নি দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।সবশেষ বলিভিয়ার কাছে ২-০ গোলে হারের পর রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে পঞ্চমস্থানে নেমে গেছে আর্জেন্টিনা। ফলে গত ১১ এপ্রিল ৫৯ বছর বয়সী বাউজাকে বরখাস্ত করে আর্জেন্টিনা ফুটবল সংস্থা। জেরার্ডো মার্টিনোর পরিবর্তে আর্জেন্টিনার কোচের আসনে বসেছিলেন তিনি।

এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আরব আমিরাত। নতুন দায়িত্ব নিয়ে দলটির বিশ্বকাপ বাছাইয়ে বাকি তিন ম্যাচের ভালো করার লক্ষ্য থাকবে বাউজার ।তার অধীনে প্রথম ম্যাচে ১৩ জুন স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে খেলবে আরব আমিরাত।