আরো ৫৮ শব্দসৈনিকসহ ২শ’ ৫৩ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

407

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান চরমপত্রের উপস্থাপক এম আর আকতার মুকুল, চলচ্চিত্রকার সুভাস দত্ত, কণ্ঠশিল্পী তিমির নন্দী ও ফকির আলমগীরসহ একাত্তরের ৫৮ জন শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৪৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধকালে গঠিত সাংস্কৃতিক সংগঠনের এই শব্দসৈনিকদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গতকাল আদেশ জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর আগে গত বছরের ১৫ নভেম্বর ১শ’ ৮ জন শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। এ পর্যন্ত মোট ২শ’ ৫৩ জনকে এই স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করল সরকার।