Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

আরেকটি রেকর্ড মেসির

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অসাধারণ জয়ের ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। জার্ড মুলারকে পেছনে ফেলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক ক্লাবের হয়ে লিগে সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
লা লিগায় রোববার রাতে সোসিয়েদাদের মাঠে দলের ৪-২ ব্যবধানের জয়ে শেষ গোলটি করে এই কীর্তি গড়েন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।
গত সপ্তাহে লেভান্তের বিপক্ষে বার্সেলোনার হয়ে ৪০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার দিনে মুলারের রেকর্ডে ভাগ বসান মেসি। আর সোসিয়েদাদের জালে ৩৬৬তম গোল করে জার্মানির সাবেক স্ট্রাইকারকে ছাড়িয়ে গেলেন ৩০ বছর বয়সী আর্জেন্টিনা অধিনায়ক।
বুন্ডেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ৩৬৫ টি গোল করেছিলেন মুলার। ১৯৬৪ থেকে ১৯৭৯ সালের মধ্যে রেকর্ডটি গড়তে ৪২৭টি ম্যাচ খেলেছিলেন তিনি।

Exit mobile version