আরএমটিপি-ডেইরি প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শণ
রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি-ডেইরি) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শণ করেছেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপক শাহরিয়ার আল মাহমুদ। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীতে প্রয়াসের ইউনিট-১৮ ও ইউনিট-২০ এর পবা ও মোহনপুর উপজেলায় বাস্তবায়িত কার্যক্রম পরিদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ও আরএমটিপি ডেইরি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রাডাক্ট প্রোমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তহুরুল ইসলাম ও সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর আকরাম আলী মোল্লা। পরিদর্শনকালে তাঁরা ভ্রাম্যমান দুগ্ধ পণ্য বিক্রয় কেন্দ্র, গাভী পালন উদ্যোক্তা উন্নয়ন প্রদর্শনী এবং উদ্যোক্তা পর্যায়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন খামার পরিদর্শণ করেন। উল্লেখ্য প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ উপপ্রকল্পের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর রাজশাহী সদর, গোদাগাড়ী, পবা ও মোহনপুর উপজেলায় কাজ করছে।