আম ফাউন্ডেশন ভোলাহাটকে দূর্নীতিমুক্ত রাখতে হবে বলেছেন এমপি আমিনুল ইসলাম

149

ভোলাহাটের দায়িত্বশীল ব্যক্তিদের শর্তক থাকতে বললেন স্থানীয় সংসদ আমিনুল ইসলাম। তিনি আম ফাউন্ডেশন ভোলাহাটের ১৩তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি আরো বলেন, আম লাভজনক সফল হিসেবে এর উন্নয়ন ও লাভবান হতে সরকারের পৃষ্ঠোপোষকতা দরকার। এছাড়া তিনি নিজ উদ্যোগে বিদেশ থেকে বিশেজ্ঞকে আম ফাউন্ডেশনে নিয়ে আসবেন বলে জানান। আম ফাউন্ডেশন র্দীঘজীবন বেঁচে থাকার প্রত্যাশা করেন। দেশের এবং বিশ^ বাজারে আম জনপ্রিয় করতে বিশুদ্ধ আম উৎপাদনের উপর জোর দেন। তিনি ফাউন্ডেশনে একটি মসজিদ নির্মাণ ও এক বছরের মধ্যে আম ফাউন্ডেশনের প্রয়োজনীয় বিল্ডিং করে দেয়ার প্রতিশ্রæতি দেন। আজ সকালে ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে এ সব কথা বলেন সংসদ সদস্য আমিনুল ইসলাম। সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, অফিসার ইনর্চাজ নাসিরউদ্দিন মন্ডল, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহানসহ অন্যরা। এছাড়াও এলাকা ভিত্তিক সভার প্রস্তাবগুলো ৬ জন ফাউন্ডেশন সদস্য উপস্থাপন করেন। সভায় আম ফাউন্ডেশন ভোলাহাট সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু গত সভার গৃহীত সিদ্ধান্তগুলো পাঠ করেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের ২১জন মৃত সদস্যদের নমিনীদের হাতে ৬ হাজার টাকা করে তুলে দেন। ২০০১ সালে ২৫০জন সদস্য নিয়ে জন্ম হওয়া আম ফাউন্ডেশনে এখন সাড়ে ৪হাজার সদস্য হয়ে  প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। হাঁটি হাাঁটি পা পা করে ফরমালিনমুক্ত ও কোন প্রকার ক্ষতিকর রাসায়নিক না মিশিয়ে আম ফাউন্ডেশন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আম সরবরাহ করা হয়ে থাকে। সম্প্রতি অনলাইনের মাধ্যমেও বিভিন্ন অঞ্চলে সাশ্রয়ি মূল্যে আম পৌঁছে যাচ্ছে। ভেজালমুক্ত আম সরবরাহে আম ফাউন্ডেশন ভোলাহাট বেশ সুনামের দাবী রাখতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।