আম নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের নজরদারি চলছে

74

নিরাপদ প্রক্রিয়ায় আম উৎপাদন ও বাজারজাতকরণের উদ্দেশ্যে আম নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার আমবাগান পরিদর্শন করা হয়েছে। এসময় উপস্থিত উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী, হর্টিকালচার সেন্টারের জার্মপ্লাজম কর্মকর্তা জহুরুল ইসলাম, সদর থানা পুলিশের এসআই আবু আহসান রাসেলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নজরদারি অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান জানান, কেউ যেন কেমিকেল দিয়ে আম বাজারজাত করতে না পারে সে বিষয়ে আম ব্যবসায়ী ও আমচাষীদের সতর্ক রাখতে এবং ভোক্তারা যেন নিরাপদ আম খেতে পায় সে লক্ষে আমবাজার ও বাগান মনিটরিং করা হচ্ছে। অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো রোধ এবং নিরাপদ প্রক্রিয়ায় আম উৎপাদন ও বাজারজাতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।