আবারো সঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

535

আবারো গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো বলিউড তারকা সঞ্জয় দত্তের বিরুদ্ধে। এবার জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। নির্মাতা শাকিল নুরানিকে হুমকি দেয়ার অভিযোগে মামলা করা হয় সঞ্জয়ের বিরুদ্ধে। মনে করা হচ্ছে, সেই মামলায় এই পরোয়ানা জারি হয়েছে। ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায়, ২০০২ সালে নুরানির একটি ছবিতে ৫০ লাখ টাকা নেন সঞ্জয় দত্ত। কিন্তু, তারপরও তিনি ছবিটিতে কাজ করেননি। মামলায় ক্ষতিপূরণ বাবদ ২ কোটি টাকা দেয়ার কথা সঞ্জয়ের। কিন্তু তিনি সেই টাকা না দেয়ায়, নুরানির সঙ্গে বিবাদ চলছিল তার। ২০১৩ সালে নুরানির অভিযোগের ভিত্তিতে সঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। যদিও তিনি জামিন পেয়ে যান। কিন্তু, তারপরও টাকা দিতে দেরি করায় এবার বম্বে হাইকোর্টে যান নুরানি। সেখান থেকেই এই মামলায় জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো মুন্না ভাই খ্যাত নায়কের বিরুদ্ধে। উল্লেখ্য, টানা ৪২ মাস কারাভোগের পর ভারতের সঞ্জয় দত্ত গত বছর ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছেন। ‘ভালো আচরণের’ কারণে অস্ত্র মামলায় সাজার মেয়াদ শেষ হওয়ার ৮ মাস আগেই পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্তি পান তিনি। একটি একে-৫৬ রাইফেল অবৈধভাবে রাখার দায়ে সন্ত্রাসবিরোধী টাডা আইনে গ্রেপ্তার হয়েছিলেন সঞ্জয়।