Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

আবারো ঢাকায় তিথি বসু

বাংলাদেশে এসে পশ্চিমবঙ্গের অনেক অভিনেতা-অভিনেত্রী এখন কাজ করছেন। ভারতের স্টার জলসার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মা’-তে ঝিলিক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিথি বসু। গত বছরের শেষদিকে তিনি কলকাতা থেকে ঢাকায় এসে ‘হৈমন্তী’ নামের একটি ছবিতে কাজ করেন। ছবিটি পরিচালনা করছেন ডায়েল রহমান। আবারো সামনের সপ্তাহে ঢাকায় আসছেন এই অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক। তিনি বলেন, আসছে ৭ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে ছিল। কারণ রবীন্দ্রনাথের ‘হৈমন্তী’ গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছি। তবে এ ছবির একটি গানের কাজ বাকি থাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তা আর মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না। মূলত গানটির চিত্রায়নে অংশ নিতেই আগামী সপ্তাহে আবারো ঢাকায় আসছেন তিথি বসু। এই গানের কাজটি শেষ হলেই ছবিটি সেন্সরে জমা দেবো। আশা করি, বাংলাদেশের দর্শক ছবিটি উপভোগ করবেন। রাইসা ফিল্মের প্রযোজনায় এ ছবির চিত্রনাট্য করেছেন ডায়েল রহমান। ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সকাল রাজ, কাজী উজ্জ্বল, দীপক, আবদুল রহমান কাদিরিসহ অনেকে। পরিচালক খুব দ্র”ত ছবিটি মুক্তি দিয়ে তার নতুন ছবি ‘তিতুমীর’-এর কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। এর আগে ‘হৈমন্তী’ ছবিটি ঢাকার কালিয়াকৈর জমিদার বাড়িতে শুটিং হয়েছে। শিহাব রিপনের সংগীত পরিচালনায় ছবিতে তিনটি গানও থাকছে। প্রসঙ্গত, তিথি বসু এর আগে ভারতে প্রসেনজিতের সঙ্গে ‘বন্ধু’, মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘মহাগুরু’, তাপস পালের সঙ্গে ‘ঢাকী’, ‘প্রিয়তমা’ ও ‘এরই নাম প্রেম’ ছবিতে অভিনয় করেন। এবারই প্রথম তিনি বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন।

Exit mobile version