আবারো জার্মান সুপার কাপের শিরোপা বায়ার্নের

141

লাইপজিগকে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। গতকাল রাতে ৫-৩ গোলের ব্যবধানে জিতে টানা তৃতীয় ও রেকর্ড দশমবারের মতো শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন। শেষ ৭ বারের মধ্যে ৬ বারই জার্মান সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে তারা। লাইপজিগের মাঠ রেড বুল অ্যারেনায় ম্যাচের ১৪তম মিনিটে কর্নার থেকে আসা বলে নিচু শটে গোল করেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালা। এরপর ৩১তম মিনিটে বায়ার্নের জার্সিতে নিজের প্রথম প্রতিযোগিতামূলক গোল করেন সাদিও মানে। বিরতির আগ মুহূর্তে গোল করে বায়ার্নকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন বেনজামিন পাভার্দ। ৫৯তম মিনিটে লাইপজিগের হয়ে গোল করেন মার্সেল হালস্টেনবার্গ। তবে ছয় মিনিট পর ফের গোল বায়ার্নের গোলদাতা সার্জি জিনাব্রি। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৪-২ করেন ক্রিস্টোফার এনকুকু। নির্ধারিত সময়ের এক মিনিট আগে লাইপজিগের দানি ওলমো গোল করলে স্কোর লাইন দাঁড়ায় ৪-৩ এ। যোগ করা সময়ের শেষ দিকে লেরয় সানে গোল করে বায়ার্নের ৫-৩ গোলের জয় নিশ্চিত করেন।