01713248557

আবারও দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বোঝাই বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া

 

আবারও আবর্জনা বোঝাই কয়েকশ বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে উত্তর কোরিয়া। সিউলের সামরিক বাহিনী মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, পিয়ংইয়ং সোমবার সন্ধ্যায় প্রায় ৩৫০টি বেলুন উড়িয়েছে। এর মধ্যে প্রায় ১০০টি দক্ষিণে, প্রধানত উত্তর গিয়াংগি প্রদেশ এবং রাজধানী সিউলে নেমেছে। বেলুনের সাথে সংযুক্ত ব্যাগগুলোতে ‘কাগজের বর্জ্য’ ছিল। অবশ্য এগুলো জনসাধারণের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করেনি। সামরিক বাহিনী বলেছে, ‘দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী অবিলম্বে তার মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর জন্য প্রস্তুত। এর প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে।’ এর আগে উত্তর কোরিয়া এক হাজারেরও বেশি বেলুন সিউলে পাঠিয়েছিল। এগুলোতে আবর্জনা বোঝাই ছিল। উত্তরের শাসন বিরোধী প্রচার বহনকারী বেলুনগুলোর প্রতিশোধ হিসাবে এগুলো পাঠানো হয়েছে বলে ওই সময় বলেছিল পিয়ংইয়ং। এর প্রতিক্রিয়ায় সিউল উত্তরের সীমান্তে লাউডস্পিকার থেকে কিছু প্রচার প্রচারণা পুনরায় চালু করেছে।