আফগানিস্তানে ৩ হাজার উপদেষ্টা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

297

আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনাতালেবানবিরোধী লড়াইয়ের জন্য আফগানিস্তানে আরও অন্তত ৩ হাজার মার্কিন সেনা উপদেষ্টা পাঠানোর সুপারিশ করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। অবশ্য এখন পর্যন্ত প্রস্তাবটি অনুমোদন করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস খবরটি জানিয়েছে। আফগানিস্তানে ১৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধে সেনাবাহিনীর যে অচলাবস্থা তৈরি হয়েছে তা ভাঙতে অতিরিক্ত সেনা পাঠানোর এ প্রস্তাব দেওয়া হয়েছে। ৮ মে সংবাদমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে অতিরিক্ত মার্কিন সেনা উপদেষ্টা নিয়োগ দেওয়া হলে তারা আফগান সেনা সদস্যদের সঙ্গে আরও বড় পরিসরে কাজ করতে পারবেন বলে দাবি করেছেন সুপারিশকারীরা। এরইমধ্যে পেন্টাগন, পররাষ্ট্র দফতর, গোয়েন্দা সম্প্রদায় এবং অন্যান্য সরকারি সংস্থাগুলো প্রস্তাবটি নিয়ে ব্যাপক পর্যালোচনা করেছে। গত ফেব্রুয়ারিতে জেনারেল জন ডব্লিউ নিকোলসন কংগ্রেসকে যে পরামর্শ দিয়েছিলেন তার সঙ্গে এ প্রস্তাবটির সামঞ্জস্য রয়েছে। আফগান সেনাদের সহায়তাকারী বিদেশি সেনা সদস্যের সংখ্যা ১৩ হাজার। এরমধ্যে ৮ হাজার ৪শ জনই মার্কিন সেনা।