আপাতত চ্যাম্পিয়নস লিগ খেলার বাধা কাটলো বার্সার

89

রেফারিকে ‘ঘুষ’ দেয়ার অভিযোগে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে কাতালান জায়ান্টদের স্বস্তি দিয়ে উয়েফা জানিয়ে দিল, আপাতত তদন্ত কার্যক্রম স্থগিত রাখা হবে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ২০২৩/২৪ মৌসুমের জন্য বার্সার চ্যাম্পিয়নস লিগে খেলতে বাধা নেই। তবে ভবিষ্যতে অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে তদন্ত কার্যক্রম আবার শুরু হবে। গত ফেব্রুয়ারিতে বার্সার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, রেফারিকে অনৈতিক অর্থ প্রধান করেছে স্পেনের শীর্ষ ক্লাবটি। সেসময় ক্লাবের সভাপতি ছিলেন হোসে মারিয়া বার্তামেউ। স্পেনের প্রসিকিউটর অফিস জানায়, ম্যাচের ফলাফলে প্রভাব ফেলার জন্য লা লিগা রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ-সভাপতি মারিয়া এনরিকজ নেগ্রেইরাকে ওই অর্থ দিয়েছিল বার্সা।