আন্তর্জাতিক অভিবাসন নিরাপদ ও মানবিক হতে হবে

2042

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, আন্তর্জাতিক অভিবাসন নিরাপদ, নিয়মিত এবং মানবিক হতে হবে। প্রতিমন্ত্রী গতকাল রাতে জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর শততম প্রতিষ্ঠার ১০৮তম সেন্টেনারী শ্রম সম্মেলনের বক্তৃতায় এ কথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী শ্রমিকদরে সময় উপযোগী কাজে দক্ষ হতে হবে। যুবকদের দক্ষতা উন্নয়নে আমাদের আরো বিনিয়োগ করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে কাজের ধরণ দ্রুত পরিবর্তন হচ্ছে। প্রত্যেক পরিবর্তনই নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসে। এই পরিবর্তনকে গ্রহন করে এগিয়ে যেতে হবে। মন্নুজান সুফিয়ান বলেন, প্রযুক্তির কারণে নতুন নতুন কাজের সৃষ্টি হবে। এজন্য আমাদের শ্রমিকদের জন্য দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি কার্যকরী শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন নীতি অত্যান্ত গুরুপূর্ণ। কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার গার্মেন্টস কারখানার সংস্কার তদারকির জন্য ২০১৭ সালে সংস্কার সমন্বয় সেল-আরসিস গঠন করে।