আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা ও উপজেলায় পর্যায়ের সদস্যদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে সদর উপজেলার অতি দুস্থ ও অসহায় সদস্য ও সদস্যাদের মধ্যে মোট ৬২টি কম্বল বিতরণ করা হয়। জেলাশহরের বেলেপুকুরে আনসার ক্যাম্পে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান, উপজেলা কর্মকর্তা তাজিনুর ইসলাম, উপজেলা প্রশিক্ষক আফরোজা খাতুন ও এফ-এস মাসুদ রানা। এছাড়াও শিবগঞ্জ উপজেলায় ৪৪টি, নাচোলে ৩০টি, গোমস্তাপুর ৩৮টি ও ভোলাহাট ২৬টিসহ মোট ২০০ পিস কম্বল স্ব স্ব উপজেলা কর্মকর্তারা বিতরণ করেছেন।