আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ধ্বংসাত্মক উইন্ডিজ

135

বাংলাদেশের কাছে ত্রিদেশীয় সিরিজ খোয়ালেও বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে আছে উইন্ডিজ। প্রস্তুতি ম্যাচে দেখিয়েছে দাপট। অন্যদিকে পাকিস্তানের অবস্থা ত্রাহি মধুসূদন। টানা ১১ ওয়ানডেতে জয় পায়নি সরফরাজ খানের দল। তার ওপর প্রস্তুতি ম্যাচে গো-হারা হেরেছে আফগানিস্তানের কাছে। এমন পরিস্থিতিতে আজ বিশ্বকাপের দ্বিতীয় দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে জেসন হোল্ডারের দল। টস জিতে হোল্ডার বলেছেন, ‘আমরা টস জিতলে ফিল্ডিং নিতে চেয়েছি। কন্ডিশনের সুবিধা নিয়ে আশা করি দ্রুতই কিছু ব্রেক থ্রু পাবে দল।’ টসের পর পাকিস্তান অধিনায়ক সরফরাজ খান বলেছেন, তিনিও টস জিতলে ফিল্ডিংই বেছে নিতেন। উইন্ডিজ দলে চোটের কারণে থাকছেন না বিধ্বংসী এভিন লুইস এবং শ্যানন গ্যাব্রিয়েল। ফ্যাবিয়ান অ্যালান এবং কেমার রোচকেও আজকের ম্যাচে পাচ্ছে না দুই বারের বিশ্বজয়ীরা। তবে একাদশে আছেন বিধ্বংসী ক্রিস গেইল আর আন্দ্রে রাসেল। ওপেনিংয়ে গেইলের সঙ্গী ফর্মের তুঙ্গে থাকা শাই হোপ। অন্যদিকে পাকিস্তান একাদশে সুযোগ হয়েছে পেসার মোহাম্মদ আমিরের। ওপেনিংয়ে যথারীতি ইমাম-উল-হক এবং ফখর জামান।