আনন্দ উৎসবের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মের জন্মাষ্টমী উদযাপন

221

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে জন্মাষ্টমী উদযাপন হয়েছে। এ উপলক্ষে ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ সকালে জেলা শহরের শিবতলা কর্মকারপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, বৃহত্তর রাজশাহী হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রাপ্তন ট্রাস্টি শ্রীযুক্ত তপন কুমার সেন। আলোচনা সভা শেষে একই স্থান থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শিবতলা মোড়, হাসপাতাল রোড়, বড় ইন্দারা মোড়, বঙ্গবন্ধু চত্বর হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। নাচোলেও কেন্দ্রেীয় দূর্গা মন্দির চত্বরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, নেজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন, পুজা উদযাপণ কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র বর্মন, অবসরপ্রাপ্ত শিক্ষক সুফল চন্দ্র বর্মন।
এসময় উপস্থিত ছিলেন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন সাহা, ডাক্তার শ্রীধর বর্মন ইশকন, আদিবাসী একাডেমীর সভাপতি যতিন হেমরোমসহ সনাতন ধর্মের ভক্তরা। এদিন উপজেলার ১২টি মন্দিরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয় বলে কেন্দ্রীয় পুজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ বর্মন জানান।