‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ
“এনসিটিবি কর্তৃক আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিল ও ১৫ জানুয়ারি ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা, ভূমিকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জেলাগুলোতে আদিবাসীদের ওপর চলমান জবরদখল ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল” করেছেন চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসাধারণ।
শনিবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।
‘জেলা আদিবাসী ফোরাম’র সভাপতি কর্নেলিউস মুরমুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন— ‘উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম’র কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু। এছাড়াও বক্তব্য দেন— প্রদীপ হেমব্রম, হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের সঞ্জীব সাহা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটাজঈ, ‘আদিবাসী মুক্তি মোর্চা’র সভাপতি বিশ্বনাথ মাহাতো, রাজোয়াড় নেত্রী কুটিলা রাজোয়াড়, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা বঙ্গপাল সরদার, কোল সম্প্রদায়ের নেত্রী রুমালী হাঁসদা, ‘উত্তরবঙ্গ আদিবাসী ফোরামে’র যুব সম্পাদিকা মণিকা সরেণ।
বক্তারা বলেন— তারা ‘আদিবাসী’ হিসেইে বসবাস করতে চান অন্য কোনো পরিচয়ে নয়। কাজেই এনসিটিবিসহ সকল ক্ষেত্রে তাদের পরিচয় ‘আদিবাসী’ রাখতে হবে। তারা বলেন— চাঁপাইনবাবগঞ্জসহ দেশের উত্তরাঞ্চলের ‘আদিবাসী’দের ওপর জবরদখল করা হচ্ছে, তাদের ভূমি দখল করা হচ্ছে, তাদের ওপর নির্যাতন করা হচ্ছে। এইসব জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
দাবি মেনে নেয়ার জন্য বর্তমান সরকারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান বক্তারা।