আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে আমচাষিদের সঙ্গে কৃষিমন্ত্রী

143

চাঁপাইনবাবগঞ্জে বারি আম (হাইব্রিড) এবং বারি আম-১১ (বারোমাসী) এর উৎপাদনশীলতা প্রদর্শন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের এমপিএ পুলের সদস্য ড. হামিদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আশাদুল্লাহ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, রাজশাহী বিভাগীয় পুলিশ কমিশনার আব্দুল বাতেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বদিউজ্জামান বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদসহ অন্যরা।
সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের আমাচাষি কৃষক-কৃষানিদের মধ্যে বারি-৪ ও বারি-১১ জাতের আমের চারা বিতরণ করা হয়।
আলোচনা শেষে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রে বারি-১১ (বারোমাসী) গাছের চারা রোপণ করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
এর আগে কৃষিমন্ত্রী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে এসে পৌঁছলে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁসা ও দেয়াল ঘড়ি তার হাতে তুলে দেন। এছাড়াও সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল ও ফেরদৌসী ইসলাম জেসি, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবসহ অন্যরা এমপি কৃষিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।