আজ মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’ ও ‘ফেরেশতে’

আজ দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র। একটি লীসা গাজী নির্মিত ‘বাড়ির নাম শাহানা’, অন্যটি মুর্তজা অতাশ জমজমের ‘ফেরেশতে’। দুটি সিনেমাই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ সমাদৃত হয়েছে। এবার উৎসব ঘুরে মুক্তি পেল দেশের মাটিতে। সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে কেন্দ্র করে ফেরেশতে পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। আরও রয়েছেন সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। এতে পিয়াস মজিদের লেখা ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ গানটি গেয়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি। গানটির সুরও করেছেন বেলাল খান। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ হেজাজি (ফ্রান্স)। ছবিটি ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার। এ ছাড়া ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে প্রশংসিত। ছবিটি স্টার সিনেপেক্সের সব শাখা, ব্লকবাস্টার সিনোমাস ও লায়নে। অন্যদিকে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় উঠে এসেছে এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। অন্যান্য চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন পরিচালক লীসা গাজী ও আনান সিদ্দিকা। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির। সংগীত পরিচালনা করেছেন সোহিনী আলম। প্রযোজনা প্রতিষ্ঠান গুপী বাঘা প্রোডাকশন্স সূত্রে জানা যায়, বাড়ির নাম শাহানা মুক্তি পেয়েছে ৯টি সিনেমা হলে। সেগুলো হলো স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সনি স্কয়ার (মিরপুর), সেন্টার পয়েন্ট (উত্তরা), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), লায়ন (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি), গ্র্যান্ড রিভার ভিউ হোটেল (রাজশাহী) ও মোমো ইন পার্ক অ্যান্ড রিসোর্ট (বগুড়া)।