Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

আজ থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা, প্রথম দিনেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়া

সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জের শুরু হয়েছে তিনদিনব্যাপি উন্নয়ন মেলা। জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্ল¬ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ হোসেন খাঁন, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন ম-ল, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম আলম খান। এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় উন্নয়ন শোভাযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রা হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। মেলায় মোট সরকারি বেসরকারি ৮২ টি প্রতিষ্ঠান তাদের স্টলে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছেন। আগামী দুই দিন বিকালে বিষয় ভিত্তিক আলোচনা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলা সবার জন্য রাত ৯টা পর্যন্ত উনমুক্ত থাকবে।

ভোলাহাটে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন মেলা উপলক্ষ্যে বিভিন্ন দপ্তরের মোট ৩৮টি স্টল বসেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান লোকমান আলী, রেশমাতুল আরশ রেখা, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল এহেশান, অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিগণ অংশ গ্রহণকারী স্টলগুলো ঘুরে দেখেন।

Exit mobile version