আজ থেকে শুরু মর্যাদার উইম্বলডন।

322

পৃথিবীর প্রাচীন খেলাধুলার আসরগুলোর মধ্যে উইম্বলডন অন্যতম। অল ইংল্যান্ড ক্লাবে আজ শুরু হচ্ছে উইম্বলডনের ১৩১তম আসর। এটি বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট। সর্বপ্রথম ১৮৭৭ সালে উইম্বলডন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রথম ৭ বছরে শুধু পুরুষরাই অংশ নিয়েছেন। নারী একক শুরু হয় ১৮৮৪ সালে। এবার পুরুষ এককের লড়াইটা অবশ্য হাড্ডাহাড্ডিই হওয়ার সম্ভাবনা। রজার ফেদেরার, রাফায়েল নাদালরা চেনা ছন্দে ফিরে আসাতে মারে-জোকোভিচদের সেই রাজত্ব অটুট থাকার সম্ভাবনা এবার কমই বলতে হবে। তবে নারী এককে সন্তান সম্ভবা সেরেনা খেলছেন না। আর রাশিয়ান গ্লামার কুইন মারিয়া শারাপোভা খেলতে পারছেন না কেলেঙ্কারী ও ইনজুরির জেড় ধরে।