আজ থেকে শুরু প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা

453

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৭শ ৬৯জন। এরমধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৪’শ ১৪ জন এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৩’শ ৫৫জন। জেলার মোট ৭৬টি শিক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে, শিবগঞ্জেও পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে শুরু হওয়া পি.এস.সি ও ইবতেদায়ী পরীক্ষার বিভিন্ন কেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এ সময় পরীক্ষার কেন্দ্র সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর শিবগঞ্জ উপজেলায় সম্পূর্ণ নকলমুক্ত ও মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, গোমস্তাপুর উপজেলায় পিএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে উপজেলার ১১টি কেন্দ্রে পিএসসিতে ১’শ ১২ জন ও এবতেদায়ী পরীক্ষার ৯টি কেন্দ্রে কেন্দ্রে ৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে দেওপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসিতে ১০ জন ও এবতেদায়ীতে ১২ জন, হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসিতে ১১ জন ও এবতেদায়ীতে ৮ জন, রোকনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পিএসসিতে ২০ জন, রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসিতে ১৩ জন ও এবতেদায়ীতে ৮জন, বংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬ জন, বাঙ্গবাড়ী স্কুল ও কলেজ কেন্দ্রে ১১ জন, আলিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসিতে ৫ জন ও এবতেদায়ীতে ১ জন, বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পিএসসিতে ৩ জন ও এবতেদায়ীতে ৪ জন, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পিএসসিতে ১১ জন ও এবতেদায়ীতে ৭ জন, চৌডালা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসিতে ১১ জন ও এবতেদায়ীতে ১৩ জন, রহনপুর এবি সরকারী বিদ্যালয় কেন্দ্রে পিএসসিতে ১১ জন ও এবতেদায়ীতে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।