Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

আজও করোনায় মৃত্যুশূন্য দিন

দেশে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ জনই থাকল। একই সময়ের মধ্যে ৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা রোগী শনাক্ত হলো মোট ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতি ও গতকালও করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৮৩ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন। এ সময়ে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ১৬ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ২০ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

Exit mobile version