আচরণবিধি ভঙ্গের ঘটনায় শাস্তি হয়েছে মাহমুদউল্লাহ ও বোল্টের

249

শনিবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডে আচরণবিধি ভঙ্গের ঘটনায় শাস্তি হয়েছে মাহমুদউল্লাহ ও ট্রেন্ট বোল্টের। জরিমানা করার পাশাপাশি ১টি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে দুজেনের নামের পাশে। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহকে। নিউ জিল্যান্ডের বাঁহাতি পেসার বোল্টকে জরিমানা গুনতে হবে ম্যাচ ফির ১৫ শতাংশ। দুজনের শাস্তির কারণ আলাদা। শনিবারের ম্যাচে টড অ্যাস্টলের বলে ৭ রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার সময় সীমানার বাইরে কাঠের বেড়ায় ব্যাট দিয়ে আঘাত করেন মাহমুদউল্লাহ। আর বোলিংয়ের সময় মাঠে অন্তত দুইবার অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন বোল্ট। দুজনই ম্যাচ শেষে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ২০১৬ সালের সেপ্টেম্বরে আচরণবিধির নতুন নিয়ম চালু হওয়ার পর দুজনেরই এটি প্রথম শাস্তি।