আঙুলে চোট কুনেমানের  তবু পিছাবে না বোলিং অ্যাকশনের পরীক্ষা

 


সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অস্ট্রেলিয়ার ম্যাথু কুনেমান। দুই টেস্টে ১৭ দশমিক ১৮ গড়ে ১৬ উইকেট শিকার করে বড় অবদান রেখেছেন এই বাঁহাতি স্পিনার। তবে সিরিজ শেষেই তার বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে, যার ফলে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার আগে কুনেমানের অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে একটি ম্যাচ খেলার কথা ছিল। তবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে তাসমানিয়ার হয়ে খেলতে পারছেন না তিনি। এর প্রধান কারণ হলো তার আঙুলের চোট। তবে এই চোটের কারণে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে না। তিনি পুরোনো বুড়ো আঙুলের চোট নিয়েই পরীক্ষা দেবেন।