আগে পেটের খাবার তারপর বিনোদন বলেছেন পবন কল্যান
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। জনসেনা পার্টির প্রধান তিনি। চলতি বছরে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে তার দল দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটোতেই জয় লাভ করে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের ডেপুটি চিফ মিনিস্টারের দায়িত্ব পালন করছেন পবন কল্যাণ। রাজ্যের এক অনুষ্ঠানে গিয়ে এ নায়ক বলেন— ‘বিনোদন নেওয়ার আগে আপনার পেটে খাবার থাকতে হবে।’ বিষয়টি ব্যাখ্যা করে পবন কল্যাণ বলেন, ‘প্রত্যেকে বিনোদন চায়। আপনার উচিত প্রিয় নায়কের সিনেমা দেখা। টিকিটের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে। এজন্য আপনার কাছে অর্থ থাকা প্রয়োজন। বিনোদন নেওয়ার আগে আপনার পেটে খাবার থাকতে হবে। সেজন্য আগে পেট ভরার কাজটি করা যাক। আসুন, আমরা আগে রাস্তা-ঘাট ও স্কুলের উন্নতি করি, তারপর বিনোদন নিয়ে ভাবা যাবে।’
ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন না পবন কল্যাণ। তা উল্লেখ করে এ নায়ক বলেন, ‘ইন্ডাস্ট্রির কোনো নায়কের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আমি কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি না। প্রত্যেকে তার নিজের জায়গায় দক্ষ। আমি সবার জন্য মঙ্গল কামনা করি। আমি চাই বালাকৃষ্ণা, চিরঞ্জীবী, মহেশ বাবু, তারকা, আল্লু অর্জুন, রাম চরণ সবাই ভালো থাকুক।’ ফিল্ম নয়, রাজ্যের অর্থনীতির উন্নতির দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়ে পবন কল্যাণ বলেন, ‘আপনি যদি আপনার প্রিয় নায়ককে উৎসাহ দিতে চান, তবে রাজ্যের অর্থনীতির ভালো অবস্থা প্রয়োজন। সুতরাং আমাদের এ দিকে নজর দেওয়া উচিত।’
পবন কল্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্রো’। গত বছরের ২৮ জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে পবন কল্যাণের হাতে রয়েছে ‘হরি হারা বীরা মালু’ সিনেমার কাজ। কৃষ পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ২৮ বছর বয়সি অভিনেত্রী নিধি আগরওয়াল। তা ছাড়াও ‘ওস্তাদ ভগত সিং’, ‘ওজি’ সিনেমার কাজ তার হাতে রয়েছে।