আগুন আতঙ্কে পর্তুগালে পদদলিত হয়ে নিহত ৮

116

পর্তুগালের উত্তরাঞ্চলীয় ভিলা নোভা দা রিনহা শহরে পদদলিত হয়ে কমপক্ষে ৮ জনের প্রাণহানি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে মেয়র জোস অ্যান্তোনিও ডি জেসুস বলেছেন, স্থানীয় একটি কার্ড টুর্নামেন্টের খেলা দেখতে প্রায় ৬০ জন দর্শনার্থী একটি দ্বিতল ভবনের চারপাশে জড়ো হন। এ সময় অগ্নিকা-ের ঘটনায় দর্শনার্থীদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৮ জনের প্রাণহানি হয়। রাজধানী লিসবন থেকে ২৬০ কিলোমিটার উত্তর-পূর্বে পদদলিতের ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান মেয়র। মেয়র জোস অ্যান্তোনিও প্রাথমিক অগ্নিকা-ের কারণ না জানাতে পারলেও স্থানীয় সংবাদমাধ্যম বয়লায় বিস্ফোরণকে কারণ হিসেবে উল্লেখ করেছে।