আগামী ২ বছরের মধ্যে মহানন্দায় রাবারড্যাম নির্মাণ ও নদী খনন সম্পন্ন করা হবে : পানিসম্পদমন্ত্রী

727

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, আগামী ২ বছরের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে রাবারড্যাম নির্মাণ ও নদী খনন কাজ সম্পন্ন করা হবে। রবিবার বিকালে মহানন্দায় রাবারড্যাম নির্মাণ ও মহানন্দা নদী খনন এবং চরবাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  এ সময় তিনি আরও বলেন, চরবাগডাঙ্গা ইউনিয়নের ভাঙ্গনসহ অন্যান্য নদী ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে অনুষ্ঠিত জনসভায় তিনি আরও বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি মহল সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান হবে না।  এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক বিশেষ অতিথির বক্তব্যে বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রতিশ্রুতি দিয়েছেন তখন রাবারড্যাম ও নদী খনন অবশ্যই সম্পন্ন হবে। কারণ, তিনি যে কথা দেন তা তিনি বাস্তবায়ন করেন। এ সময় মন্ত্রীদ্বয় আগামী নির্বাচেন আব্দুল ওদুদ ও গোলাম মোস্তফা বিশ্বাসকে আবারও নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ খান খান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সজনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এমরান ফারুক মাসুম, মাওলানা সোহরাব আলী, জেলা জাপার সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ। জনসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা আবু নজর হোসেন খান বৃটিশ, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আশরাফুল ইসলাম চনু, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মাহতাব উদ্দিন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক প্রমুখ। এর আগে বেলা সাড়ে ১১টায় পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ অন্যরা হেলিকপ্টার যোগে পদ্মা নদীর ভাঙ্গন হতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি রক্ষা প্রকল্প এলাকায় অবতরণ করেন। সরকারি সফরের এসে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, অতিরিক্ত মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী মহাম্মদ আলী, প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মীর মোশারফ হোসেন প্রকল্পটি পরিদর্শন করেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম, আলাতুলি ইউপি চেয়ারম্যান কামরুল হাসান কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় পানিমন্ত্রী আগামী জুন মাসের মধ্যে নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করার জণ্য তিনি ঠিকাদারদের নির্দেশ প্রদান এবং কাজ দেখে সন্ত্রষ প্রকাশ করেন। উল্লেখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে এক জনসভায় মহানন্দা নদী খনন ও রাবারড্যাম নির্মাণে প্রতিশ্রুতি দেন।