আগামীকাল ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

150

আগামীকাল বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯১ কোটি টাকা যা জিডিপি’র ১৮ দশমিক ১ শতাংশ। নতুন বাজেটে করের হার কমতে পারে, তবে বাড়ানো হবে করের আওতা। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটিই হবে প্রথম বাজেট। বাজেট বক্তৃতার নামকরণ করা হয়েছে, ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন বাংলাদেশের, সময় এখন আমাদের’। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এডিপি অনুমোদন দেওয়া হয়। এদিকে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের মাধ্যমে রিলে করে সম্প্রচার করবে রেডিও মহানন্দা ৯৮.৮এফএম। এই উপলক্ষে রেডিও মহানন্দার সম্প্রচার কর্যক্রম আগামীকাল বিকেল ৩টার পরিবর্তে দুপুর ২.৩০মিনিটে শুরু হবে। উক্ত সময়ে রেডিও মহানন্দার নিয়মিত কর্যক্রম বন্দ থাকবে।