আগামীকাল ১৪৪টি শূন্য পদের বিপরীতে পরীক্ষায় বসবেন ১৫১৪৭ প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল শুক্রবার সহকারী প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চঁপাইনবাবগঞ্জ জেলায় শূন্যপদ ১৪৪টি। এর মধ্যে সদর উপজেলায় পদ শূন্য আছে ৩৫টি, শিবগঞ্জ উপজেলায় ৪৭টি, গোমস্তাপুর উপজেলায় ৩২টি, নাচোল উপজেলায় ১৭টি ও ভোলাহাট উপজেলায় ১৩টি। এর বিপরীতে মোট চাকরিপ্রার্থী আবেদন করেছেন ১৫ হাজার ১৪৭ জন। অর্থাৎ আজ বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলা সদরে অনুষ্ঠিতব্য ২১টি কেন্দ্রে এই ১৫ হাজার ১৪৭ জন পরীক্ষায় বসবেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন— “আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। ২১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে। প্রশ্ন ফাঁসসহ গুজব প্রতিরোধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আশা করছি, সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমি নিজেও বিষয়টি দেখছি।” এদিকে পরীক্ষাকে সামনে রেখে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, “সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা ৯ জানুয়ারি শুক্রবার বেলা ৩টা হতে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণপূর্বক সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়। নিয়োগ পরীক্ষার্থীদের রোল নম্বর, আসন বিন্যাস, প্রশ্নপত্র প্রেরণ ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতসহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে, এক্ষেত্রে কারো কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। এমতাবস্থায়, দালাল বা প্রতারক চক্রের দ্বারা প্রলুব্ধ হয়ে কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করা সমীচীন হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব বা সোশ্যাল মিডিয়ার কোনোরূপ প্রচারণায় বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ করা হলো।”