01713248557

আগামীকাল লঙ্কা বধের মিশন

সংস্কৃত মহাকাব্য রামায়ণে বাল্মীকি যে পা-িত্যের পরিচয় দিয়েছেন সেটি জগদ্বিখ্যাত। তার সেই রচনার পরে ‘লঙ্কা বধ’ শব্দ এখন বহুল পরিচিত। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে এই লঙ্কা বধ এসেছে ভিন্ন প্রেক্ষাপটে। আগামীকাল সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থিত গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। এটাই টাইগার বাহিনীর প্রথম ম্যাচ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। একারণেই লঙ্কা বধের বিষয়টি সামনে এসেছে। ইতিমধ্যে শ্রীলঙ্কা একটি ম্যাচ খেললেও বাংলাদেশের যাত্রাটা সবে শুরু হবে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পরে লঙ্কান বাহিনী এবার মুখিয়ে রয়েছে একটি জয়ের জন্য। নাজমুল হোসেন শান্তরা এই ম্যাচে জয় পেলেই শ্রীলঙ্কার পরের আসরে যাওয়ার পথটা কিছুটা কঠিন হয়ে যাবে। ভারত বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পেয়েছে ভিন্ন মাত্রা। এশিয়ার দুই ক্রিকেট দলের লড়াই এখন ভিন্ন এক দ্বৈরথে পরিণত হয়েছে।