আগামীকাল নাচোলে প্রান্তিক মানুষকে চিকিৎসা ও শীতবস্ত্র দিবে পুনাক

45

চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল মঙ্গলবার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ প্রান্তিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র দিবে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক। এ উপলক্ষে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মির্জাপুর কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে পুনাকের সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়াও দিনব্যাপী থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গম্ভীরাসহ নানা আয়োজন। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেন- ৪০০ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ১ হাজার ২০০ জনকে শীতবস্ত্র প্রদান করা হবে। অনুষ্ঠান সফল করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।