আগামীকাল থেকে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা

427

জেলায় আগামীকাল থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার প্রাঙ্গণ পরিদর্শণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। আগামীকাল সকালের মধ্যে স্টলের বাকী কাজ সম্পন্ন হবে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। এবারের মেলায় ৮৬টি সরকারি-বেসরকারি, বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠান ষ্টলে তাদের নিজস্ব উন্নয়ন কর্মকা- প্রদর্শন করবে। পাশাপাশি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ৬৭ নম্বর স্টলে তার নিজস্ব উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করবে। আগামীকাল সকাল ৯টায় বর্ণিল শোভাযাত্রা, ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধন বড়পর্দায় প্রদর্শিত করা হবে, দুপুর ১২ টায় মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। পাঁচ উপজেলার শিক্ষার্থীদের মেলা পরিদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠান থাকছে এবারের ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায়। এদিকে, আগামীকাল সকাল ১০টায় ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশ ব্যাপি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী সেই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম। এই উপলক্ষে আগামী বৃহস্পতিবার রেডিও মহানন্দার সম্প্রচার কার্যক্রম বিকেল ৩টার পরিবর্তে সকাল সাড়ে ৯টায় শুরু হবে। অন্যদিকে, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- জনগণের দৌরগোড়ায় পৌছে দিতে এবং নাগরিক সেবার সহজীকরণের লক্ষ্যে সারাদেশের ন্যায় আগামীকাল থেকে ৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠান ৮৬টি ষ্টলের মাধ্যমে তাদের নিজস্ব উন্নয়ন কর্মকা- প্রদর্শন করবে। মেলা প্রঙ্গন থেকে সর্বশেষ আপডেট জানাবে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।