আগামীকাল থেকে শনিবার কারফিউ শিথিল ১৩ ঘণ্টা
আগামীকাল থেকে শনিবার ৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আজ সন্ধ্যায় সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে বেশকিছু ইস্যু নিয়ে বিশেষ বৈঠকে বসেন সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রী। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেল ৩টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়।
এদিকে, বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে কোন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে, সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রী।