01713248557

আগামীকাল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে বসবেন ১৩ হাজার ১৬৪ শিক্ষার্থী

এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। এবার আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষে আজ থেকে আগামী ১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৫টি এইচএসসি, ৩টি আলিম এবং ৫টি এইচএসসি (বিএম) ও ২টি এইচএসসি (ভোকেশনাল) কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট পরীক্ষার্থী রয়েছেন ১৩ হাজার ১৬৪ জন। এর মধ্যে এইচএসসিতে ৯ হাজার ৯২১ জন, আলিমে ৯০১ জন এবং কারিগরিতে ২ হাজার ৩৪২ জন।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, এইচএসসিতে নবাবগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী রয়েছেন ১ হাজার ৬৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ১৪৭ জন, শাহ নেয়ামতুল্লাহ কলেজ কেন্দ্রে ৩৮৩ জন, নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে ৩১২ জন, শিবগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ৯১ জন, শিবগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ১ হাজার ১২০ জন, আদিনা সরকারি ফজলুল হক কলেজ কেন্দ্রে ৬৩৪ জন, নাচোল সরকারি কলেজ কেন্দ্রে ৪৯৮ জন, নাচোল মহিলা কলেজ কেন্দ্রে ৪৭৯ জন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজ কেন্দ্রে ৩৪৬ জন, ভোলাহাট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ২৪৮ জন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ কেন্দ্রে ৯১৮ জন, রহনপুর মহিলা কলেজ কেন্দ্রে ৫১২ জন, গোমস্তাপুর সোলেমান মিয়া কলেজ কেন্দ্রে ৪৩০ জন, চৌডালা জহুর আহম্মদ মিয়া কলেজ কেন্দ্রে ১১০ জনসহ মোট ৯ হাজার ৯২১ জন পরীক্ষায় বসবেন।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা কেন্দ্রে ২৯৭ জন, প্রসাদপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে ২৮৩ জন, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩২১ জনসহ মোট ৯০১ জন পরীক্ষায় বসবেন।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২৯৬ জন, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ স্বরূপনগর কেন্দ্রে ৫৫৮ জন, গোমস্তাপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে ৩৫৩ জন, নাচোল টিবিএম ইনস্টিটিউট কেন্দ্রে ২২৫ জন, ধাইনগর এনটিএমকে আনক টিবিএম কলেজ (শিবগঞ্জ) কেন্দ্রে ৪১৩ জন, নামোমুশরীভূজা ডা. শামসুর রহমান দাখিল মাদ্রসা কেন্দ্রে ৪৮৭ জন, নাচোল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১০ জনসহ ২ হাজার ৩৪২ জন পরীক্ষায় বসবেন।