আখেরি মোনাজাতের মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনের জেলা ইজতেমা সম্পন্ন

520

জুম্মার নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের উপ-রাজারামপুর আমবাগানে শেষ হয়েছে তিনদিনের জেলা ইজতেমা। ইজতেমা তত্ত্বাবধায়ক মশিউর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রসশাসনের সহযোগিতায় আয়োজিত ইজতিমার তৃতীয় দিনে আজ ভোর থেকেই দূরদুরান্তের হাজারো মুসুল্লী জামায়াতে হন ইজতিমা ময়দানে। সকাল থেকে শুরু হয়ে বয়ান চলে সাড়ে ১১টা পর্যন্ত পরে, বেলা সাড়ে ১২টার দিকে শুরু হওয়া জুম্মার নামাজে কানাই কানাই পূর্ন হয়ে হয়ে যায় মূল ইজতেমা ময়দান। এসময় মূল ইজতেমা ময়দান ছাড়িয়ে মুসুল্লীরা উপরাজারামপুর গোরস্থান, পাশ্বাবর্তী রাস্তার ধারে নামাজ আদায় করে। ইজতেমা ময়দানে জুম্মার নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা নূর রহমান। নামাজ শেষে আবারো বয়ানের পর দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেন মাওলানা ওমর ফারুক। এছাড়াও ব্যাপক সংখ্যক মহিলা মুসুল্লীকে সকাল থেকে পাশ্ববর্তী বাড়ি, আম বাগানের এক কোনে অবস্থান নিয়ে বয়ান শুনতে দেখা যায়। ইজতেমাকে ঘিরে নেয়া হয়েছিল ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ইজতেমা ময়দানে পুলিশের কন্টোলরুম স্থাপন করা হয়। ইজতেমায় পুলিশ ও আনসার বাহিনীর প্রায় ২ শতাধিক সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়াও র‌্যাব সদস্যদেরকেও দায়িত্ব পালন করতে দেখা যায়।