আক্রমণ হওয়ার পর ইউক্রেনের জনসংখ্যা কমেছে ১ কোটি
ইউক্রেনের জনসংখ্যা এক কোটি বা প্রায় এক চতুর্থাংশ কমেছে। রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশ ছেড়ে চলে যাওয়া, জন্মহার কমে যাওয়া এবং যুদ্ধে মৃত্যুর ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। জেনেভা নিউজ কনফারেন্সে বক্তৃতাকালে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের পূর্ব ইউরোপের প্রধান ফ্লোরেন্স বাউয়ার জানিয়েছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণটি ইতিমধ্যেই একটি কঠিন জনসংখ্যাগত পরিস্থিতিকে আরও গুরুতর কিছুতে পরিণত করেছে। তিনি বলেন, ‘জন্মহার কমেছে এবং বর্তমানে প্রতি নারীর গড়ে একটি সন্তান রয়েছে, যা বিশ্বের সর্বনিম্নগুলোর মধ্যে একটি।’ একটি স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখার জন্য প্রতি নারীর জন্য সন্তানের উর্বরতা হার লাগে ২ দশমিক ১। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ইউক্রেনর জনসংখ্যা ছিল পাঁচ কোটিরও বেশি। ২০২১ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের আগের বছর এর জনসংখ্যা ছিল চার কোটি ১০ লাখ। ইনস্টিটিউট অফ ডেমোগ্রাফি অ্যান্ড সোশ্যাল রিসার্চ অনুসারে, ২০২৩ সালের পহেলা জানুয়ারিতে ইউক্রেনের জনসংখ্যা ছিল দুই কোটি ৮০ লাখ থেকে তিন কোটি ৮০ লাখের মধ্যে।