আউস’র ম্যানেজারসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ৬

82

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ‘আঞ্চলিক উন্নয়ন সংস্থা-আউস’র ম্যানেজারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। গত বুধবার সন্ধ্যার পর জেলার নাচোল উপজেলার খোলসী বাজারের পশ্চিম দিকের একটি ভবনে অবস্থিত সংস্থাটির অফিস রুম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সংস্থাটিতে মানুষের জমাকৃত ৬০ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ম্যানেজার মো. আব্দুল্লাহ আল নোমান (২৫) এবং মাঠকর্মী মো. তৌহিদুর রহমান (৩৮), মো. জিয়াউল হক (৪০), মো. জাহাঙ্গীর আলম (৩৫), মো. গোলাম আযম (৩৮) ও মো. মোশারফ হোসেন (৩৭)। এসময় ১ হাজারটি পাসবই, ১৫টি সিল, ১৪টি চেক/লোন রেজিস্ট্রার এবং ৩টি ব্যাগ জব্দ করা হয়। এ ব্যাপারে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে।