আউটলুক ইন্ডিয়ার চোখে বছরের সেরা ৫ নারী চরিত্র
ভারতীয় চলচ্চিত্রে নারীকেন্দ্রিক গল্প এখন আলাদা গুরুত্ব পাচ্ছে। বলা যায়, চলতি বছরে এই পরিবর্তন আরও স্পষ্ট। গল্পভিত্তিক ছবি, হরর, থ্রিলার, ফেমিনিস্ট ড্রামা এমনকি সুপারহিরোর চরিত্রও এখন নারীশিল্পীদের হাতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। এই প্রেক্ষাপটে ভারতীয় গণমাধ্যম আউটলুক ইন্ডিয়া বেছে নিয়েছে বছরের নারী অভিনয়শিল্পীদের পাঁচটি সেরা চরিত্র।
১. মোনিকা পানওয়ার, ‘খাউফ’, ‘নিশাঞ্চি ১’ ও ‘নিশাঞ্চি ২’
২০২৫ সাল এক লাফে মোনিকা পানওয়ারকে শীর্ষ সারিতে নিয়ে গেছে। ‘খাউফ’ সিনেমায় মধু চরিত্রে তিনি সামলেছেন নারীবিদ্বেষ, অতিপ্রাকৃত ভয় ও নারীদের ঐক্যের শক্তি সবই অনায়াস স্বাভাবিকতায়। আবার ‘নিশাঞ্চি’ সিরিজে মঞ্জরী হয়ে হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন রূপে শোকাহত অথচ প্রজ্ঞাবান এক মাতৃতান্ত্রিক চরিত্র, যিনি বুদ্ধি ও কর্তৃত্বে নিজের পৃথিবী চালান। এক বছরের মধ্যে এমন বৈচিত্র্য খুব কম অভিনেত্রীই দেখাতে পারেন।
২. কাল্যাণী প্রিয়দর্শিনী, ‘লোকাহ: চ্যাপ্টার ১’
এই সিনেমা কাল্যাণীর অভিনয়ভাবমূর্তি পাল্টে দিয়েছে। পৌরাণিক সুপারহিরো ও ধারালো ভ্যাম্পায়ারের দ্বৈত চরিত্রে তিনি ঝাঁপিয়ে পড়েছেন সহিংসতা ও নৈতিক সংকটে ভরা এক জগতে। চরিত্রটি ধারণ করেছেন এমন আত্মবিশ্বাসে যে তাঁর অভিনয়গ্রাফ আরও উঁচুতে উঠে গেছে। তীব্রতা আর কোমলতার মেলবন্ধন এই চরিত্রকে কেবল ‘কস্টিউমড হিরোইন’ নয়, বরং এক পরিণত অভিনেত্রীর শক্ত প্রমাণে দাঁড় করিয়েছে।
৩. তৃপ্তি দিমরি, ‘ধড়ক ২’
‘ধড়ক ২’-এ তৃপ্তি দিমরি নারীর সাহস, কষ্ট ও মর্যাদার লড়াইকে নতুনভাবে তুলে ধরেছেন আন্তঃবর্ণ প্রেমের গল্পে। পূর্বসূরি চলচ্চিত্রকে সম্মান জানিয়ে এই সংস্করণটি এসেছে আরও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে। বিদ্ধি চরিত্রের শান্ত দৃঢ়তা ও অন্তর্নিহিত শক্তি ছবিটিকে স্মরণীয় করে তোলে।
৪. রাশমিকা মন্দানা, ‘দ্য গার্লফ্রেন্ড’
রাশমিকা অভিনীত ভূমা দেবী ইংরেজি বিভাগের ছাত্রী। তাঁর সরলতা কোনও দুর্বলতা নয়; বরং সেই সরলতাকেই ব্যবহার করে বিক্রম তাঁর আত্মপরিচয়ে আঘাত হানে। সেখান থেকেই শুরু হয় ভূমার আত্মোন্মোচন ও পুনর্গঠনের যাত্রা। গল্পটি সচেতনভাবেই ‘অ্যানিমাল’ বা ‘কবীর সিং’-এর মতো অতিপুরুষ-নির্ভর প্রবণতার বিপরীত এখানে গুরুত্ব পেয়েছে দায়বদ্ধতা, অনুভূতি ও ব্যক্তিগত পুনরুদ্ধার।
৫. অঞ্জলি শিবরামন, ‘ব্যাড গার্ল’
এই সিনেমায় রামিয়া চরিত্রে এক বিদ্রোহী, কল্পনাপ্রবণ তরুণীর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন অঞ্জলি শিবরামন। স্বাধীনতা, প্রেম, ব্যর্থতা ও বড় হয়ে ওঠার টানাপোড়েনকে তিনি রঙিন, বেদনাময় ও গভীর মানবিকতায় ফুটিয়ে তুলেছেন। ছবির সঙ্গীতেও তাঁর অবদান উল্লেখযোগ্য যা তাঁকে বছরের অন্যতম ব্যতিক্রমী শিল্পী হিসেবে তুলে ধরেছে।