আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব

147

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের পর আজ টেস্টের আপডেট র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানেই পাওয়া গেল এমন খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে দলের ভরাডুবিতেও আলো ছড়িয়েছেন একজন। তিনি আর কেউ নন, সাকিব আল হাসান। ব্যাট হাতে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। প্রথম ইনিংসে ৬৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন সাকিব। দ্বিতীয় ইনিংসে করেন ৯৯ বলে ৬৩ রান। এছাড়া প্রথম ইনিংসে বল হাতেও ছিলেন সমান কার্যকর। এবার সেটিরই পুরস্কার পেলেন মিস্টার সেভেন্টি ফাইভ। ৩৪৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সাকিব। তাছাড়া শীর্ষে থাকা রবিন্দ্র জাদেজার রেটিং ৩৮৫। এদিকে, অ্যান্টিগা টেস্টে দুই হাফ সেঞ্চুরিতে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও বড় লাফ সাকিবের। ১৪ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে ৩২তম অবস্থানে আছেন সাকিব। অন্যদিকে, অবনমন হয়েছে তামিম ইকবাল এবং মুমিনুল হকের। সাকিবের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে চার উইকেটের সুবাদে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৩০ তম স্থানে উঠে এসেছেন তিনি। দর্শকদের জন্য সুখবর, ঘরে বসেই বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশের ম্যাচ। এদিকে, সাদা পোশাকে এশিয়ার বাইরে ব্যাটিং গড়ের দিক থেকে বিরাট কোহলির পরের দুটো জায়গা সাকিব এবং তামিমের। তবে, বল হাতে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের ধারে কাছেও নেই কেউ। দুই ভারতীয় স্পিনার জাদেজা এবং অশ্বিনের তুলনায় অনেকটাই এগিয়ে মিস্টার সেভেন্টি ফাইভ।