আইসিসি টুর্নামেন্টে ধাওয়ানের রেকর্ড

292

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরে আগুনে ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান। এবারের আসরে শেষ তিন ম্যাচে এক সেঞ্চুরিসহ দুটি ফিফটি রয়েছে তার। রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারাতে তার ব্যাট থেকে এসেছে ৭৮ রানের চমৎকার এক ইনিংস। প্রোটিয়াদের বিপক্ষে এ ইনিংসের মধ্য দিয়ে আইসিসি টুর্নামেন্টে দুদৃান্ত এক মাইলফলকে পৌঁছেন তিনি। আইসিসি ওয়ানডে টুর্নামেন্টে সবচেয়ে দ্রুত এক হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন ধাওয়ান। রেকর্ড গড়ে এই মাইলফলকে পৌঁছতে ধাওয়ান ১৬ ইনিংস খেলেন। রেকর্ড গড়তে ভারতীয় কিংবদন্তী আরেক ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেন ধাওয়ান। এর আগে ১৮ ইনিংসে ১ হাজার রানের মাইলফলকে পৌঁছে শীর্ষে ছিলেন টেন্ডুলকার। আর এই মাইলফলকে পৌঁছতে সৌরভ গাঙ্গুলী, হার্শেল গিবস মার্ক ওয়াহদের খেলতে হয়েছে ২০ ইনিংস। রোববার দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের ১৯তম ওয়ানডে হাফ সেঞ্চুরি তুলে নেন ধাওয়ান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এটা ধাওয়ানের চতুর্থ হাফ-সেঞ্চুরি।