আইসিসির অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানা হবেনা-যুব ও ক্রীড়া উপদেষ্টা

 

কিছু দিন ধরেই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে চলছে নাটকীয়তা। তবে বাংলাদেশও তাদের সিদ্ধান্তে অনড়। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিপক্ষে তারা। আজ সচিবালয়ে এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না? এই প্রশ্নের উত্তর আসছে। আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি।