আইরিশদের ৫ উইকেট নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করেছে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৭৬ রানের জবাবে দিন শেষে আইরিশদের সংগ্রহ ৩৮ ওভারে ৫ উইকেটে মাত্র ৯৮। তারা এখনও পিছিয়ে আছে ৩৭৮ রানে। দিনের শুরুতে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংস ৪৭৬ রানে শেষ করে। ব্যাটিংবান্ধব উইকেটে টাইগাররা ব্যাট হাতে আধিপত্য দেখিয়েছে। মুশফিকুর রহিম শততম টেস্টে পেয়েছেন শতকের দেখা। লিটন দাসও হাঁকিয়েছেন সেঞ্চুরি। মুমিনুল হক পেয়েছেন ফিফটির দেখা। তবে সেই ছন্দ ধরে রাখতে পারেনি আয়ারল্যান্ড। তৃতীয় দিনের শুরুতেই আয়ারল্যান্ডের প্রধান লক্ষ্য হবে ফলো-অন এড়ানো। এর জন্য এখনো তাদের সামনে প্রয়োজন বিশাল সংগ্রহ। হাতে বাকি মাত্র ৫ উইকেট। অন্যদিকে, বাংলাদেশ চাইবে দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে আরও বড় লিড নিয়ে চালকের আসনেই থাকতে।