আইরিশদের সমতায় সিরিজ শেষ বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে

176

আগের ম্যাচে প্রতিপক্ষ অধিনায়ক মুমিনুল হকের দারুণ ইনিংসের যেন পাল্টা জবাব দিলেন অ্যান্ডি বালবার্নি। আয়ারল্যান্ড উলভস অধিনায়ক খেললেন লিস্ট এ ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ রানের ইনিংস। তাতে বাংলাদেশ ‘এ’ দলকে অনায়াসে হারাল স্বাগতিকরা। পঞ্চম আনঅফিসিয়াল ওয়ানডেতে ৮ উইকেটে জিতেছে আইরিশদের ‘এ’ দল। তাদের এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
ডাবলিনে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৩৪ রানের মধ্যে দুই ওপেনার মিজানুর রহমান ও জাকির হাসানকে হারায় বাংলাদেশ। আগের ম্যাচে ১৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলা মুমিনুল হক থিতু হলেও এবার খেলতে পারেননি বড় ইনিংস। ফিরে যান ৬২ বলে ৪৬ রান করে। দুই অঙ্ক ছুঁয়ে ফেরেন নাজমুল হোসের শান্ত। ১২৪ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশ ‘এ’ দলের স্কোর তিনশ রানের কাছাকাছি যায় মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও ফজলে মাহমুদ রাব্বির দুই ফিফটিতে। ফজলে রাব্বির সঙ্গে ৭৬ রানের জুটি গড়া উইকেটকিপার ব্যাটসম্যান মিঠুন ৭৩ বলে ৯ চারে করেন ৭৩। ফজলে রাব্বি ৬৩ বলে ৭ চারে ফিরেন ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে। শুরুতে দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে চাপে ফেলা পিটার চেইস ছোবল দেন শেষটাতেও। ৪২ রানে ৫ উইকেট নিয়ে তিনিই আইরিশদের সেরা বোলার।
ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড বড় রান তাড়ায় শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ড ‘এ’ দলের। শুরুতেই জেমস শ্যাননকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। তবে শুরুর সাফল্য কাজে লাগাতে পারেনি অতিথিরা।
দুই অ্যান্ডি, বালবার্নি ও ম্যাকব্রাইনের ১৯৭ রানের জুটিতে ম্যাচ মুঠোয় নেয় স্বাগতিকরা। ৯ চারে ৮৯ রান করা ম্যাকব্রাইনকে ফিরিয়ে বড় জুটি ভাঙেন সানজামুল ইসলাম। তবে খেলায় তার কোনো প্রভাব পড়েনি। সিমি সিংকে নিয়ে বাকিটা সহজেই সারেন বালবার্নি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের পঞ্চম সেঞ্চুরি পাওয়া এই ওপেনার ১৪৪ বলে ১৮ চার ও দুই ছক্কায় খেলেন অপরাজিত ১৬০ রানের ঝড়ো ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই তার সর্বোচ্চ। আগের সেরা ছিল ১২৯। সিমি অপরাজিত থাকেন ২০ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এ: ৫০ ওভারে ২৮৩/৮ (মিজানুর ২০, জাকির ১০, মুমিনুল ৪৬, শান্ত ১৫, মিঠুন ৭৩, ফজলে রাব্বি ৭৪, আল আমিন জুনিয়র ২২, সাইফ ৭, সানজামুল ২*, শরিফুল ২*; ম্যাকব্রাইন ৪১/০, কেনেডি ১/৪৫, চেইস ৫/৪২, ডেলানি ০/৫৭, সিমি ১/৪৩, গার্থ ১/৫৪)
আয়ারল্যান্ড উলভস: ৪৬.৪ ওভারে ২৮৫/২ (শ্যানন ৪, বালবার্নি ১৬০*, ম্যাকব্রাইন ৮৯, সিমি ২০*; খালেদ ০/৪৬, শরিফুল ১/৪৫, সানজামুল ১/৫৬, সাইফ ০/৬৭, ফজলে রাব্বি ০/৫২, আল আমিন জুনিয়র ০/১২, শান্ত ০/৬)
ফল: আয়ারল্যান্ড উলভস ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ শেষ ২-২ সমতায়